ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লিভারপুল ছেড়ে কোথায় যাচ্ছেন ফিরমিনো?

স্পোর্টস ডেস্ক
মার্চ ৭, ২০২৩ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

মৌসুমের শেষ নাগাদ রবার্তো ফিরমিনোর সঙ্গে লিভারপুলের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরপর আর চুক্তি বৃদ্ধি না করার সিদ্ধান্ত নিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। এর মাধ্যমে এ্যানফিল্ডের সঙ্গে ফিরমিনোর আট বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। স্কাই স্পোর্টস ও বিবিসি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে ৩১ বছর বয়সী ফিরমিনো রেডদের সঙ্গে চুক্তি নবায়ন না করে বরং ফ্রি-ট্রান্সফারে ক্লাব ছেড়ে যাচ্ছেন। এ পর্যন্ত লিভারপুলের হয়ে ফিরমিনো ৩৫২ ম্যাচে ১০২ গোল করেছেন। জার্গেন ক্লপের অধীনে ইংলিশ ও ইউরোপিয়ান আসরে লিভারপুলকে শীর্ষ সারির একটি দল হিসেবে প্রমাণে ফিরমিনোর যথেষ্ঠ অবদান রয়েছেন। ২০১৫ সালে হফেনহেইম থেকে এ্যানফিল্ডে যোগ দেওয়ার পর এ পর্যন্ত লিভারপুলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছেন ফিরমিনো। এর মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, ক্লাব বিশ্বকাপ ও এফএ কাপ। যদিও সম্প্রতি দিয়োগো জোতা, লুইস দিয়াজ, ডারউইন নুনেজ ও কোড গাকপো আসার পর থেকে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের সময়টা লিভারপুলে মোটেও ভাল যাচ্ছেনা। এবারের মৌসুমে ফিরমিনো ছাড়াও আরও চার খেলোয়াড়ের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে লিভারপুলের। দুই মিডফিল্ডার নেবি কেইটা ও এ্যালেক্স ওক্সালেড-চেম্বারলেইনও দল ছাড়ার দ্বারপ্রান্তে রয়েছেন। তবে ৩৭ বছর বয়সী জেমস মিলনার ও তৃতীয় পছনের গোলরক্ষক আদ্রিয়ানের ভবিষ্যৎ এখনো অস্পষ্ট।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।